চাঁচল

ফের বিতর্কের মুখে উত্তর মালদার তৃণমূল প্রার্থী

 

ভোট প্রচারে গিয়ে ফের বিতর্কের মুখে উত্তর মালদার তৃণমূল প্রার্থী, বিজেপির ডিটেনশন ক্যাম্প হিটলারের গ্যাস চেম্বার, ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেব, সিএএ প্রসঙ্গে বলতে গিয়ে বিতর্কিত এবং বিভ্রান্তিকর মন্তব্য করে বসলেন প্রাক্তন আইপিএস অফিসার তথা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি।

    এবার প্রচারে গিয়ে সিএএ আইন নিয়ে বিতর্কিত এবং বিভ্রান্তিকর মন্তব্য দিলেন প্রাক্তন আইপিএস অফিসার তথা উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। এদিন তিনি মঞ্চে ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। উত্তর মালদার চাঁচল বিধানসভার অন্তর্গত দুটি এলাকাতে প্রচারে গিয়ে বিজেপির রাজ্যসভার সংসদ শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যের প্রসঙ্গ টেনে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। শুক্রবার মালদহের চাঁচল বিধান সভার হরিশ্চন্দ্রপুর এবং চাঁচল এলাকায় ভোট প্রচারে এসে বিজেপির ডিটেনশন ক্যাম্প কে হিটলারের গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করার পাশাপাশি গুড়িয়ে দেওয়ার নিদান দেন তিনি। প্রার্থী প্রসূন ব্যানার্জি বলেন, বিজেপির রাজ্যসভার সংসদ শমিক ভট্টাচার্যের একটি প্রতিক্রিয়ার প্রসঙ্গ সামনে এনে ইনি দাবি করেন বিজেপির কথাতে স্পষ্ট ডিটেনশন ক্যাম্প আছে। সেই ক্যাম্প তারা লুকিয়ে রেখেছে। ক্যাম্প গুড়িয়ে দেওয়া হবে বলে তিনি দাবি করেন।